ব্রিতে গবেষণা পযাের্লাচনা কমর্শালা শুরু

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

এম আব্দুল মোমিন
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বাষির্ক গবেষণা পযাের্লাচনা কমর্শালা-২০১৭-১৮ গত শনিবার গাজীপুরে ব্রি মিলনায়তনে শুরু হয়েছে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কমর্শালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল এমপি কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। কমর্শালায় ‘গবেষণা অগ্রগতি ২০১৭-১৮’ শীষর্ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. তমাল লতা আদিত্য। মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. ফজলে ওয়াহেদ খন্দকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিবার্হী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নুরুল আলম। ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচযার্) ড. মো. আনছার আলী অনুষ্ঠানের অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। কমর্শালীয় ব্রি, বারি, বিএআরসি, ডিএই, ইরিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পঁাচ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। আজ থেকে পরবতীর্ পঁাচদিন ধরে কমর্শালার বিভিন্ন কারিগরি অধিবেশন চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে গত এক বছরে ধান গবেষণা ও সম্প্রসারণ কাজের অজর্ন ও অগ্রগতির বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। কারিগরি অধিবেশনগুলোতে এ সময়ে ব্রির ১৯টি গবেষণা বিভাগ ও নয়টি আঞ্চলিক কাযার্লয়ের গবেষণা ফলাফল সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সামনে তুলে ধরা হবে।