খাদ্য প্রক্রিয়াজাতে সহযোগিতায় আগ্রহী জাপান

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণ ও খাদ্য প্রক্রিয়াজাতে সহযোগিতা করতে আগ্রহী জাপান। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকা জাপান এবার কৃষি উন্নয়নেও কাজ করতে চায়। গত বৃহস্পতিবার (১৪ ফেব্রæয়ারি) কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সচিবালয় তার অফিসকক্ষে সাক্ষাতের সময়ে জাপানের রাষ্ট্রদূত হিরোজাসু ইজুমি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, জাপান বাংলাদেশে বিনিয়োগ করেছে, অংশীদারিত্ব গড়ে তুলছে, বন্ধুত্বপূণর্ সম্পকর্ নিবিড় করেছে। জাপান শুধু বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূণর্ অংশীদারই নয়, আন্তজাির্তক পরিমÐলে দুই দেশ পরস্পরকে সহযোগিতা দিয়ে আসছে। কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের দুদিের্ন যেসব দেশ বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে এগিয়ে এসেছে জাপানের স্থান সবার ওপরে। বাংলাদেশের কৃষি উন্নয়নে জাপানের সহযোগিতা দ্রæত উন্নয়নের পথ দেখাবে। জাপান বাংলাদেশকে কৃষি, খাদ্য পক্রিয়াকরণ, কৃষিপণ্যের মূল্যসংযোজন ও ইরিগেশনে, সোলার ইরিগেশনসহ ও প্রশিক্ষণ এবং অবকাঠামো উন্নয়নে জাপানি সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ্য করেন রাষ্ট্রদূত।