বীমার আওতায় আসছে গবাদিপশু

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
দেশ প্রথমবারের মতো বীমার আওতায় আসছে গবাদিপশু পালন। ফামের্টক অ্যাপের মাধ্যমে গবাদিপশু শনাক্তকরণ ও তালিকাভুক্ত করে বীমা সেবায় নিয়ে আসা হচ্ছে। এ লক্ষ্যে প্রযুক্তির সাহায্যে গবাদি পশু শনাক্তকরণের জন্য পাইলট প্রজেক্টে একসঙ্গে কাজ করবে গ্রিন ডেল্টা ও সিঙ্গাপুরভিত্তিক ফিনটেক কোম্পানি ইনফোকপর্ টেকনোলজিস। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইনফোকপর্ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা এবং সিইও মি. রয় লাই এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, গবাদিপশুর স্বাস্থ্যসহ সাবির্ক পরিস্থিতি প্রযুক্তির মাধ্যমে জানা যাবে। এ বীমার আওতায় গবাদিপশুর দুঘর্টনার জন্যও ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন বীমাকারীরা। এ প্রকল্পের মাধ্যমে গবাদিপশু ফিজিক্যালি এসেটে পরিণত হবে। প্রযুক্তির সাহায্যে পশুর অবস্থান নিণর্য় করতে পারবে ব্যাংক। এ ছাড়া খামারি নিজেও খুব সহজে প্রযুক্তিটি ব্যবহার করে খামারের উন্নয়ন করতে পারবেন। খামারিদের মাঝে সচেতনতা তৈরিও এ প্রকল্পের অন্যতম বড় উদ্দেশ্য। অনুষ্ঠানে জানানো হয়, গবাদিপশুর কানে একটি ট্যাগ লাগানো থাকবে। মোবাইল অ্যাপসের মাধ্যমে ওই গবাদিপশুর যাবতীয় বিষয় শনাক্ত করা যাবে। ট্যাগে প্রাথমিকভাবে খরচ হবে এক ডলারের (৮৫ টাকার) মতো। ভবিষ্যতে এ খরচ আরও কমবে। অনুষ্ঠানে ফারজানা চৌধুরী বলেন, এ প্রকল্পের মাধ্যমে কৃষি আরও শক্তিশালী ভ‚মিকাতে রূপ নিতে পারবে। এক সময়ে আমদানি করা এই ট্যাগ নিজেরাই তৈরি করতে পারব।