দুই-এক বছরের মধ্যে আসবে গমের বস্নাস্ট প্রতিরোধী জাত

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মো. আউয়াল মিয়া
গমের বস্নাস্ট রোগ দমন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গমের বস্নাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবনে কাজ করছে বিনা। রেডিয়েশন মাধ্যমে করা এই গবেষণায় সফল হলে দুই-এক বছরের মধ্যে বস্নাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন গবেষণা প্রকল্পের প্রধান ড. বাহাদুর মিয়া। গত সোমবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বীজ রেডিয়েশন মাধ্যমে প্রাপ্ত গাছগুলো বস্নাস্ট আক্রমণ করেনি। এগুলো আমরা গবেষণাগারে আরও পর্যবেক্ষণ করে আগামী দুই-এক বছরের মধ্যে বস্নাস্ট প্রতিরোধ জাত রিলিজ করতে পারব। এতে কৃষকের পাশাপাশি দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে। এই জাত ভালোভাবে ব্যবহার করলে হয়তো আমাদের আর বিদেশ থেকে গম আমদানি করতে হবে না। বিনা মহাপরিচালক হোসনে আরা বেগম বলেন, গমের বস্নাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবনে আমরা শুরু থেকেই আছি। অতি শিগগিরই জাতটি রিলিজ করতে পারব। এতে করে কৃষকরা আরও লাভবান হবে ও গম চাষে আগ্রহী হবে।