জাটকা সংরক্ষণ সপ্তাহ ১০ থেকে ১৬ মার্চ

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
আগামী ১০ থেকে ১৬ মার্চ দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করবে সরকার। এবার জাটকা সপ্তাহের স্স্নোগান 'অবৈধ জাল ফেলব না, জাটকা-ইলিশ ধরব না।' গত সোমবার সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন নিয়ে 'ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সে'র এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সভাপতিত্ব করেন। মূলত ইলিশ অধ্যুষিত ৩৭টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এবার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিত হবে ভোলা জেলার চরফ্যাশনে। উদ্বোধনের পরই মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে নদীতে নৌর্-যালি অনুষ্ঠিত হবে। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে সংশ্লিষ্ট ৩৭টি জেলাসহ উপজেলায় সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন, টিভি-রেডিওতে প্রচারণা, ঢাকায় বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইনের প্রচারের পাশাপাশি পুলিশি অভিযান চালানোসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতেও ব্যাপক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।