আমিষের ঘাটতি পূরণে মৎস্যসম্পদ

প্রকাশ | ০৩ মার্চ ২০১৯, ০০:০০

গোলাম মর্তুজা সেলিম
আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মৎস্যসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সারা পৃথিবীতে সাগরকেন্দ্রেক বস্নু-ইকোনমি জোন প্রতিষ্ঠার চেষ্টা চললেও আমাদের দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সমুদ্রের জলজসম্পদকে ব্যবহারের পাশাপাশি দেশের আভ্যন্তরীণ জলজসম্পদ ব্যবহারের মাধ্যমে মৎস্য সম্পদের ঘাটতি পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব। গত মঙ্গলবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে গধরহংঃৎবধসরহম ঝসধষষ-ঝপধষব ঋরংযবৎরবং রহ ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ অমবহফধ শীর্ষক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন। ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার মেমরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডলেন্ডের প্রফেসর ড. রাতানা চুয়ানপাগদি। উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ মাহমুদুল ইসলামের সঞ্চালনায় এবং মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. মোহা. তরিকুল আলেমর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো. আবুল কাশেম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, পরিচালক (সাউরেস) প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম প্রমুখ।