আবহাওয়াবিষয়ক কর্মশালা

প্রকাশ | ০৩ মার্চ ২০১৯, ০০:০০

খোন্দকার মো. মেসবাহুল ইসলাম
টেকসই কৃষি উৎপাদনের জন্য কৃষি আবহাওয়াবিষয়ক তথ্য কৃষকদের কাছে তাদের উপযোগী ভাষায় সরবরাহ করার উদ্দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি আবহাওয়াবিষয়ক ওয়েব পোর্টাল এবং এর অবকাঠামো তৈরির লক্ষ্যে 'কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পে'র কার্যক্রম শুরু হয়েছে। রংপুর অঞ্চলের পাঁচটি জেলায় ওই প্রকল্প কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সম্প্রতি অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শাহ আলম। তিনি বলেন, কৃষি পূর্বাভাস কৃষকদের যথাসময়ে দিতে পারলে বৈচিত্র্যময় কৃষিতে ভরপুর রংপুর অঞ্চলের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো সমস্যা মোকাবেলা করে অধিক ফসল উৎপাদন করতে সক্ষম হবে। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পটির মাধ্যমে কৃষকদের মাঝে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হলে বিভিন্ন ঝুঁকি মোকাবেলা করে কৃষকের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে বলে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ড. মঝহারুল আজিজ।