কৃষি উন্নয়নে গবেষণা অপরিহার্য : কৃষিমন্ত্রী

প্রকাশ | ১০ মার্চ ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রদানের অন্যতম উৎস হচ্ছে কৃষি। সরকার কৃষি উন্নয়নে যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করেছে। ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। আমাদের কৃষির টেকসই উন্নয়নের জন্য কৃষির রূপান্তর, বহুমুখীকরণ, বাজারজাতকরণ এবং ভ্যালু অ্যাড ও ভ্যালু চেইন অপরিহার্য। বাংলাদেশের কৃষি এখন বাণিজ্যিক। এমতবস্থায় জৈবপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৈচিত্র্যপূর্ণ খাদ্যের উৎপাদন জরুরি। হালনাগাদ কৃষি নীতিটিতে তাই বায়োটেকনোলজিতে গবেষণা ও উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। গত বুধবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) আয়োজিত এক পলিসি কর্মশালায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন। তিনি বলেন, বিজ্ঞান ও গবেষণা দ্রম্নত এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে পালস্না দিয়ে এগিয়ে যাচ্ছে বাণিজ্য ও অর্থনৈতিক চিন্তা। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এ জন্য কৃষি গবেষণার কোনো বিকল্প নেই।