নিরাপদ খাদ্য উৎপাদনে পিরিজপুর মডেল

প্রকাশ | ১৭ মার্চ ২০১৯, ০০:০০

মহি উদ্দিন লিটন
কিশোরগঞ্জ জেলার আওতাধীন বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়ন একটি কৃষিতে সমৃদ্ধ ইউনিয়ন। এ ইউনিয়নে একটি ঐতিহ্যবাহী বাজার 'পিরিজপুর বাজার' রাজধানী থেকে ৯৫ কিমি দূরে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ের ওপর অবস্থিত। ফলমূল শাক-সবজি ও দানাদার খাদ্যশষ্য উদ্ধৃত্ত অত্র ইউনিয়নের কৃষিপণ্য প্রতিদিন বিভিন্ন যানবাহনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পাইকারী বাজারসমূহে পাইকারদের মাধ্যমে বিপনন হয়ে থাকে। অত্র এলাকায় প্রায় ২৪০০ হেক্টর জমিতে বছরে প্রায় ৬০,০০০ মে.টন বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয় এবং পিরিজপুর বাজারে বছরে প্রায় ১০০ কোটি টাকার সবজি কেনা-বেচা হয়। এই সম্পর্কে স্থানীয়রা জানায়, সরকারী সহযোগিতা পেলে এই এলাকার কৃষকরা আরো বেশি সবজি উৎপাদন করতে পারবেন। যাহা দেশীয় চাহিদা পূরন করে বিদেশেও রপ্তানি করা সম্ভব। বর্তমান সরকারের জাতীয় কৃষিনীতি ও খাদ্যনীতি বাস্তবায়নের নিমিত্তে পিরিজপুর বাজারের ব্যবসায়ীগণ ২০১৮ সালে "পিরিজপুর মডেল" নামে একটি কৃষক সংগঠন প্রতিষ্ঠা করে যাহা একটি সমন্বিত প্রযুক্তি নির্ভর নিরাপদ কৃষি উৎপাদন আন্দোলন। কৃষি উৎপাদন, বিপণন, পরিবেশ সুরক্ষা, নারী অধিকার ইত্যাদি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে এই মডেল। পাইকার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব কমিয়ে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে িি.িমৎববহনধহমষধ.পড়স.নফ নামে ওয়েব সাইটের মাধ্যমে ডিজিটাল বিপণন ব্যবস্থা তৈরির মাধ্যমে স্থানীয় কৃষকদের সাথে জাতীয় পর্যায়ের বাজার ব্যবস্থার সংযোগ স্থাপন করা হয়েছে। এই ব্যাপারে পিরিজপুর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে যেমন এলাকার উন্নয়ন ঘটবে, তেমনি দেশীয় বাজারের মাধ্যমে এই এলাকার কৃষকরা উৎসাহিত হবে।