বশেমুরকৃবিতে দুটি নতুন জাতের ফুল

প্রকাশ | ১৭ মার্চ ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
দেশের ফুলের চাহিদা ও বাণিজ্যিক উৎপাদনের প্রেক্ষিত বিবেচনা করে দুটি নতুন জাতের ফুল উদ্ভাবন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগ। জাত দুটি হলো- বিইউ লিলি-১ ও বিইউ হেলিকুনিয়া-১। বিইউ লিলি-১ কাট ও পট ফ্লাওয়ার হিসেবে বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে। বাংলাদেশের আবহাওয়ায় এটি বসন্তকালে ফুটে যখন বাজারে অন্যান্য ফুলের সরবরাহ কম থাকে ফলে এটি চাষ করে কৃষক ভালো দাম পাবেন। দ্বিতীয়ত, বিইউ হেলিকুনিয়া-১ নামের ফুলের জাতটি নতুন। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি দীর্ঘসময় ফুলদানিতে সতেজ থাকে। সারা বিশ্বে কাট ফ্লাওয়ার হিসেবে অতি পরিচিত এবং ব্যবহার আছে এই ফুলের। এ দেশের আবহাওয়ায় গ্রীষ্মের ফুল হেলিকুনিয়া। গ্রীষ্মে আবাদ এবং সরবরাহ কমে যায় প্রায় সব ফুলের, তখন এই ফুল লাভজনক হবে বলে কৃষিবিদদের আশা।