রোহিঙ্গা ক্যাম্পে আমালের বৃক্ষরোপণ

প্রকাশ | ১৭ মার্চ ২০১৯, ০০:০০

আবুল বাশার মিরাজ
কক্সবাজারে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে কাটা পড়েছে অনেক গাছ। এতে রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের পাহাড়ের পরিবেশ বসবাস অনুপোযোগী হয়ে পড়েছে। আর এ বিপর্যয় কাটিয়ে উঠতে অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন 'আমাল ফাউন্ডেশন' এ পর্যন্ত প্রায় ১০ হাজার রোহিঙ্গা পরিবারের কাছে সবজি ও বৃক্ষের চারা পৌঁছে দিয়েছে। বিতরণকৃত চারার মধ্যে ছিল পেয়ারা, লেবু, জলপাই, আকাশমণি। সবজির বীজের মধ্য ছিল কুমড়া, লাউ, ঢেঁড়স, লালশাক, পুঁইশাক, চিচিঙ্গা প্রভৃতি। সংগঠনটি জানায়, কেবলমাত্র খাবার, পোশাক রোহিঙ্গাদের চাহিদা মেটাতে পারছে না। তাদের দরকার এমন কিছু ব্যবস্থা, যা থেকে তারা নিজেরাই নিজেদের খাবারের ব্যবস্থা করতে পারবে। আর এ কারণেই তারা উপকারী বৃক্ষ ও সবজির বীজ বিতরণ করেন। তারা আরো জানায়, বিতরণ করা এ সবজি ও গাছের চারা পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করবে। সবজি বীজ রোহিঙ্গাদের পুষ্টির নিরাপত্তা দেবে। একইসঙ্গে বেঁচে থাকার অন্যতম উপাদান অক্সিজেনের চাহিদাও মেটাতে পারবে। এ প্রসঙ্গে আমালের প্রজেক্ট ম্যানেজার শোহয়েব রাতিব বলেন, বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকা নির্বাহের জন্য হুমকিস্বরূপ। তাই পরিবেশের ভারসাম্যতা রক্ষা ও বৃক্ষের ঘাটতি পূরণের লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।