নিরাপদ ফসল ব্যবস্থাপনায় কৃষক প্রশিক্ষণ

প্রকাশ | ৩১ মার্চ ২০১৯, ০০:০০

নিতাই চন্দ্র রায়
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহের উদ্যোগে গৌরিপুর উপজেলার ভাংনামারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত ২৮ মার্চ 'সবজি ও ফলের নিরাপদ ফসল ব্যবস্থাপনা' শীর্ষক দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) পরিচালক (গবেষণা) ড. হোসনে আরা বেগম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. আজগর আলী সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিনার কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মাজেদ। প্রধান অতিথির বক্তব্যে বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. আজগর আলী সরকার বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগামী দিনের মেধাবী বংশধরের জন্য আমাদের প্রয়োজন নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। এ জন্য কৃষক ভাইদের বিষমুক্ত নিরাপদ শাকসবজি ও ফলমূল উৎপাদন করতে হবে।