হাবিপ্রবিতে ফসলি অ্যাপের ওপর কর্মশালা

প্রকাশ | ৩১ মার্চ ২০১৯, ০০:০০

কৃষিবিদ মো. আবু সায়েম
সঠিক সময়ে দ্রম্নততার সঙ্গে পরামর্শ প্রদানের ক্ষেত্রে মুঠোফোনে অ্যাপভিত্তিক সেবা কৃষিকে অনন্য উৎকর্ষতায় পৌঁছে দেবে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর 'ফসলি অ্যাপ'বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মু. আবুল কাসেম এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদীয় ডিন অধ্যাপক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস ও ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার। শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন আইডিএসএস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মির্জা খলিল জিবরান। এরপর 'ফসলি' অ্যাপের ওপর বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন এসিআই এগ্রি বিজনেস ডিজিটাল স্ট্র্যাটেজির জেনারেল ম্যানেজার মো. শামিম মুরাদ। এ অ্যাপটিতে চাষাবাদ, ফসল সংগ্রহ, কৃষি উপকরণ (বীজ, সার, কৃষি যন্ত্রপাতি, বালাইনাশক), এ মাসে কৃষিতে করণীয়, কৃষি আবহাওয়া, সম্প্রসারণ সেবা (উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ), অতন্দ্র বালাই জরিপ রিপোর্ট, প্রশ্ন ব্যাংক ইত্যাদি সেবা নিতে পারবে। কম খরচে দ্রম্নততার সঙ্গে কৃষিজীবী বা সম্প্রসারণ কর্মীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান করবে। 'ফসলি' লিখে পেস্ন স্টর থেকে ডাউনলোড করে সহজেই যে কেউ এ অ্যাপটি ব্যবহার করতে পারবেন।