ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে চরাঞ্চলে

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০

রফিক মজিদ, শেরপুর
অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় শেরপুরের চরাঞ্চলে ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। ধান চাষে খরচ বেশি হওয়ায় বিকল্প ফসল হিসেবে দিন দিন বাড়ছে ভুট্টার আবাদ। তা ছাড়া চরাঞ্চলের উর্বর মাটি ভুট্টা চাষের উপযোগী হওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও কৃষকদের ভুট্টা চাষে পরামর্শ দিয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এবার সদর উপজেলা চরাঞ্চলে প্রায় ৭২০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। রাজস্ব খাত এবং কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের ভুট্টা চাষে প্রণোদনা প্রদান করা হচ্ছে। গত ১ এপ্রিল সোমবার বিকেলে শেরপুর সদর উপজেলার বেতমারি-ঘুঘুরাকন্দি ইউনিয়নের রশিদপুর গ্রামের কৃষক মাঠ ও স্কুল প্রাঙ্গণে রাজস্ব খাতের অর্থায়নে ভুট্টা আবাদের এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসের আলোচনা সভায় কৃষকরা জানান, সুপারসাইন জাতের হাইব্রিড ভুট্টা আবাদ করে বিঘা প্রতি প্রায় ৪০ থেকে ৪৫ মণ করে ফলন মিলেছে। মাঠ দিবসে শেরপুর খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন প্রধান অতিথি এবং সদর ইউএনও ফিরোজ আল মামুন ও কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।