প্যাকেজিং ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠায় সহায়তা চাইলেন কৃষিমন্ত্রী

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
আমাদের কৃষিবিজ্ঞানী, গবেষক এবং সর্বোপরি আমাদের কৃষকদের একাগ্রতা, নিষ্ঠা ও সক্ষমতা দিয়ে দেশকে আজ খাদ্যে সাফল্য এনে দিয়েছে। কৃষিতে আমাদের এখন প্রয়োজন বিনিয়োগকারী, রপ্তানিবাজার ও প্রক্রিয়াজাতকরণ সহায়তা। বর্তমান সরকার কৃষির সার্বিক উন্নয়নের জন্য সবরকম সহায়তা করবে। গত বুধবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি মন্ত্রণালয় তার অফিসকক্ষে ইউএসএআইডির মিশন ডাইরেক্টর ডেরিক ব্রাউনের নেতৃত্বে এক প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন। ডেরিক ব্রাউন বলেন, ১৯৭১ সাল থেকে ইউএসএআইডি বাংলাদেশকে ৭শ কোটি ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা প্রদান করেছে। ২০১৭ সালে ইউএসএআইডি বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে প্রায় বিশ লাখ ডলার প্রদান করেছে। প্রতিনিধিদলের প্রধান বলেন, ফল আর্মি ওয়ার্মসহ ফসলের বিভিন্ন ক্ষতিকর পতঙ্গ প্রতিরোধে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে যা সত্যি প্রশংসার দাবি রাখে। এ ছাড়া ভবিষ্যতে ফসলের ক্ষতিকর পতঙ্গ দমনসহ মানসম্মত বীজের ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকতে চায় তারা। বাংলাদেশে কৃষির বাণিজ্যিকীকরণ, প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজনের বিষয়টি তারা অনুধাবন করে এব্যাপারে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলেন মিশন ডাইরেক্টর ডেরিক ব্রাউন।