কৃষির উন্নয়নে পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশ | ০৫ মে ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
তুলা চাষ বিভিন্নভাবে চাষিদের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে। বর্তমান হাইব্রিড সিড প্রবর্তনের মাধ্যমে চাষি পর্যায়ে তুলা চাষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। যদিও আমারা তুলা আমদানিকারক দেশ। দেশে বর্তমানে আমদানি নির্ভরতা কমিয়ে আনার জন্য উপকূলীয় অঞ্চলে এমন কি রবি মৌসুমে আমন ধান কাটার পরে তুলা চাষ করা হয়। গত মঙ্গলবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক তার অফিস কক্ষে ডেপুটি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ এশিয়া জেবা রেজা উদ্দিনের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জোরদার অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে কৃষি। বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। আর এই দুইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষি। বাংলাদেশের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকারী রাষ্ট্র যুক্তরাষ্ট্র।