ফসল ব্যবস্থাপনায় কৃষক প্রশিক্ষণ

প্রকাশ | ১২ মে ২০১৯, ০০:০০

নিতাই চন্দ্র রায়
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উদ্যোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ বাজারে গত ৬ মে 'সবজি ও ফলের নিরাপদ ফসল ব্যবস্থাপনা' শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সবজি চাষি মো. আব্দুল আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএইর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আসাদ উলস্নাহ। প্রশিক্ষণে কালাদহ ইউনিয়নের প্রায় শতাধিক ফল ও সবজি চাষি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. আব্দুল মাজেদ?দ্বিতীয় পর্বে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তাজমুল হক নিরাপদ ফল ও সবজি ব্যবস্থাপনায় বিভিন্ন প্রকার ফেরোমন ফাঁদ ও জৈব কীটনাশকের প্রয়োগ পদ্ধতি উপস্থিত কৃষকদের হাতে-নাতে শিখিয়ে দেন।