ফলাফল বিবেচনা করে প্রকল্প গ্রহণ করতে হবে-কৃষিমন্ত্রী

প্রকাশ | ০২ জুন ২০১৯, ০০:০০

মোহাম্মদ গিয়াস উদ্দিন
প্রকল্পের মাঠপর্যায়ে কৃষকের মঙ্গল, টেকসই প্রভাব, প্রত্যাশা ও ফলাফল বিবেচনা করে গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। কৃষি যান্ত্রিকরণকে অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। গত মঙ্গলবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক কৃষি মন্ত্রণালয়ের মাসিক এডিপি সভায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া প্রকল্প গ্রহণের ফলে কি কি পরিবর্তন এসছে এবং উৎপাদনের তুলনামূলক চিত্র তুলে ধরতে হবে। বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় ৪শ কেজি কেসুনাট বীজ আমদানির জন্য ভিয়েতনাম, থাইল্যান্ড ও ভারত এসব দেশ থেকে ভালো বীজ সংগ্রহের কথা বলেন মন্ত্রী। কৃষি সচিব মো. নাসিরুজ্জামান সভার সঞ্চলনায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।