তিন দিনব্যাপী ফল মেলা আজ থেকে শুরু

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
প্রতি বছরের ন্যায় এবারো রাজধানীর ফার্মগেট খামার বাড়িতে আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ও ফলদ বৃক্ষরোপণ পক্ষ-২০১৯। আজ রোববার থেকে মঙ্গলবার টানা তিনব্যাপী অনুষ্ঠিতব্য এই ফল মেলার আয়োজক কৃষি মন্ত্রণালয়। ওই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কৃষিবিদ ড. আব্দুল মান্নান এমপি ও কৃষি ব্যক্তিত্ব শাইখ সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নুরুল আলম এতে স্বাগত বক্তব্য রাখবেন। ফল প্রদর্শনীতে অংশগ্রহণকারী স্টল, ফলদ বৃক্ষরোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে কৃষক, প্রতিষ্ঠান পর্যায় ও সর্বোচ্চ ফলজ বৃক্ষরোপণকারী জেলাকে পুরস্কৃত করা হবে। জাতীয় ফল প্রদর্শনীতে আম, কাঁঠাল, কলাসহ দেশি-বিদেশি বিভিন্ন বাহারি ফল প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।