পাঁচ নতুন ধান ও ১টি গমের জাত অনুমোদন

প্রকাশ | ২৩ জুন ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
জাতীয় বীজ বোর্ডের ৯৯তম সভায় ৫টি ধানের জাত ও ১টি গমের জাত অনুমোদন করা হয়েছে। গত ১৯ জুন জাতীয় বীজ বোর্ডের সভাপতি ও কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে বোর্ডের ৯৯তম সভায় এসব জাত অনুমোদন দেয়া হয়। সভায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ইনব্রিড ধানের ৩টি জাত (ব্রি ধান৯০, ব্রি ধান৯১ এবং ব্রি ধান৯২), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ইনব্রিড ধানের ১টি জাত (বিনা ধান২২), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কর্তৃক উদ্ভাবিত ইনব্রিড ধানের ১টি জাত (রাবি ধান১), বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ইনব্রিড গমের ১টি জাত (ডবিস্নউএমআরআই গম১) কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।