কৃষিতথ্য দ্রম্নত পৌঁছানোর আহ্বান

প্রকাশ | ০৭ জুলাই ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেছেন, কৃষিবিষয়ক যে কোনো ধরনের তথ্য কৃষকদের দ্রম্নত পৌঁছাতে হবে। তাহলে কৃষক উৎপাদন বৃদ্ধির পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবে। গত শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে 'প্রকল্পের অগ্রগতি এবং বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি (বামিস) পোর্টাল উদ্বোধন'বিষয়ক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 'কৃষি আবহাওয়া তথ্যপদ্ধতি উন্নতকরণ প্রকল্প'-এ কর্মশালার আয়োজন করে। কৃষি সচিব বলেন, বন্যা, খরা ও জলোচ্ছ্বাসে আগাম সতর্কীকরণ বার্তাতে আমরা অনেক পিছিয়ে আছি। কৃষি আবহাওয়াবিষয়ক তথ্য কৃষকদের মধ্যে পৌঁছে দেয়ার জন্য এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।