দেশের ৪০ ভাগ জনশক্তি কৃষিতে জড়িত -কৃষিমন্ত্রী

প্রকাশ | ১৪ জুলাই ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
বাংলাদেশের কৃষি প্রকৃতিনির্ভর, প্রকৃতির সঙ্গে লড়াই করে আমাদের কৃষকরা খাবারের জোগান দেন। এক সময় দেশ ছিল খাদ্য ঘাটতির দেশ, মঙ্গাকবলিত দেশ, এখন খাদ্য উদ্বৃত্তের দেশ, মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা স্বপ্ন দেখি; ২০৩০ সালে উন্নত বাংলাদেশের। দেশের ৪০ শতাংশ জনশক্তি কৃষির সঙ্গে প্রত্যক্ষ জড়িত, কৃষি এখন ভদ্রজনের পেশায় পরিণত হয়েছে। জিডিপিতে কৃষির অবদান ১৪% শতাংশ, যদিও জিডিপিতে এর অবদান দিনে দিনে কমছে, এটা ভালো লক্ষণ যে, আমাদের কলকারখানা বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে মানুষের আয় বাড়ছে। গত রোববার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে টেকসই উন্নয়নে কৃষি উদ্ভাবনবিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী আরও বলেন, ২০০৮ থেকে বর্তমান পর্যন্ত সরকার সব ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, এমডিজির অধিকাংশ গোল অর্জন হয়েছে এখন এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের পালা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আতিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন প্রফেসর ড. এম ইসমাইল হোসেন, চেয়ারম্যান অর্থনীতি বিভাগ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. নজরুল ইসলাম ভিজিটিং প্রফেসর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়। অতিথি বক্তা ছিলেন প্রফেসর মোহাম্মদ কুদ্দুস ও প্রফেসর এইচ এম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনজির আহমেদ, চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়।