বিএফআরআই এ গবেষণা পর্যালোচনা কর্মশালা

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৯, ০০:০০

আবুল বাশার মিরাজ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, স্বাদুপানি কেন্দ্র কর্তৃক আয়োজিত 'বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যলোচনা ও গবেষণা প্রস্তাবনা (২০১৯-২০) প্রণয়ন' শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ২০১৮-১৯ অর্থবছরে বিএফআরআই পরিচালিত বিভিন্ন গবেষণা কার্যক্রমের মূল্যায়ন এবং আগামী অর্থবছরের জন্য জাতীয় চাহিদার আলোকে গবেষণা পরিকল্পনার প্রস্তাব উপস্থাপন করা হয়। কর্মশালায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট জাতীয় চাহিদার নিরিখে গবেষণার মাধ্যমে ইতোমধ্যে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ক ৬১টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এসব প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণের ফলে দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসর্ম্পূণ। এখন প্রয়োজন জনস্বাস্থ্যের জন্য নিরাপদ মাছ উৎপাদন। তিনি নিরাপদ মাছ উৎপাদন কৌশলের ওপর প্রযুক্তি উদ্ভাবনে আত্মনিয়োগ করার জন্য বিজ্ঞানীদের আহ্বান।