পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

সবুজ শর্মা শাকিল
সীতাকুন্ডে পরিবেশ সুরক্ষায় ছলিমপুর ইউনিয়নের লতিফপুর বন্ধন সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে আলহাজ আবদুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এস এম আল মামুন। তিনি বলেন, বৃক্ষ মানুষের প্রাণ, বৃক্ষ মায়ের মতো, জন্ম থেকে মৃতুু্য পর্যন্ত বৃক্ষের প্রয়োজন। তিনি পতিত জমি ও রাস্তার দুই পাশে বৃক্ষ রোপনের আহ্বান জানান। তিনি শিক্ষার্থী সবাইকে বৃক্ষরোপণে সক্রিয় হওয়ার পরামর্শ দেন। মানবসৃষ্ট কর্মকান্ডের বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে বাংলাদেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত বাড়ছে। বৃক্ষ বায়ুমন্ডলের কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে জলবায়ু পরিবর্তন প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠনের সভাপতি ও স্থানীয় মেম্বার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইন, আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল আলম, লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ জাহান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস এম আল নোমান, সাবেক মেম্বার জামাল উদ্দিন বাবুল, আসলাম হাবীব, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম জসিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ সাম্‌স মুহাম্মদ লেলিন প্রমুখ।