ডাকাতিয়া নদীতে পোনামাছ অবমুক্তকরণ

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

কাজী মোরশেদ আলম
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় গত সোমবার সকালে ডাকাতিয়া নদীর হাজীগঞ্জ অংশের তিনটি স্থানসহ উপজেলার ৬টি স্থানে ৩৫৮ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। পোনা মাছ অবমুক্তিকরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদ মোস্তফা জানান, সুস্থ, সবল ও জীবন্ত ৩৫৮ কোটি পোনা মাছ উপজেলার ৬টি স্থানে অবমুক্ত করা হয়। তা হলো- উপজেলা পুকুর, থানা পুকুর, ফায়ার সার্ভিস পুকুর, ডাকাতিয়া নদীর হাজীগঞ্জ অংশের ভূমি অফিসের পেছনে, এনায়েতপুর এলাকার শৈলখালী ব্রিজসংলগ্ন এলাকা ও হাজীগঞ্জ-রামগঞ্জ সেতুসংলগ্ন নদী এলাকা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, উপজেলা পোনামাছ গ্রহণ কমিটির সদস্য ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, কৃষি কর্মকর্তা নয়নমনি সূত্রধর, প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, মৎস্যজীবী প্রতিনিধি নেপাল চন্দ্র দাস ও রফিকুল ইসলাম, মৎস্য চাষি প্রতিনিধি মন্তাজ মিয়া।