বন্যায় ক্ষতি লাঘবে ১শ ২০ কোটি টাকা প্রণোদনা

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
সনাতন কৃষি থেকে আধুনিক বাণিজ্যিক কৃষিতে যেতে হবে। তা না হলে কৃষি ও কৃষকে বাঁচানো যাবে না। বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে নিতে ইতোমধ্যে ১শ ২০ কোটি টাকা প্রণোদনা বাবদ বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে আরও বেশি দেয়া হবে; জানালেন কৃষিমন্ত্রী। গত রোববার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীনস্থ দপ্তরের প্রধানরা, মন্ত্রণালয়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পদ্মা, মেঘনা, যমুনার অববাহিকায় বসবাসরত এ দেশের মানুষ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বেঁচে রয়েছে যুগ যুগ ধরে। এবারের বন্যায়ও তাই করেছে। আলস্নাহর রহমতে এবারের বন্যায় ফসলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে বীজ তলার আর কিছু পাট ও সবজি। তবে আমনের যে লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন হবে। পানির কারণে যে সব জায়গায় ধান চাষ করা যাবে না সে সব জায়গায় রবিশস্য আবাদ করা হবে। কৃষকদের বিনামূল্যে বীজ ও সারসহ অন্যান্য কৃষি উপকরণ দেয়া হবে। পানি নামার সঙ্গে সঙ্গে যাতে করে কৃষক চাষাবাদ করতে পারে সে জন্য সব জেলায় ইতোমধ্যে মাসকালাই বীজ প্রেরণ করা হয়েছে চাষের জন্য। সভাপতির বক্তৃতায় কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেন, এবারের বন্যায় সর্বোচ্চ ১শ কোটি টাকার বেশি ক্ষতি হয়নি। ক্ষতি যা হয়েছে বীজতলা, কিছু পাট ও সবজির। বন্যার ক্ষয় ক্ষতি আমরা সহজে পুষিয়ে নিতে পারব।