আমতলীতে আউশ ধানের মাঠ দিবস

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
বরগুনার আমতলী উপজেলায় মানিকঝুরি গ্রামে কৃষক রিপন হাওলাদারের জমিতে স্থাপিত আউশ মৌসুমের ধান ব্রি ধান৪৮ এর ফসল কর্তন ও মাঠ দিবস গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের ধানের ফলন বৃদ্ধিতে পোকামাকড়ের পরিবেশবান্ধব গবেষণা কার্যক্রম জোড়দারকরণ কর্মসূচীর আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষকের মাঠে কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উপায়ে ধানের বিভিন্ন জাত চাষাবাদ করাই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। কৃষক রিপন হাওলাদার জানান, জৈবিক পদ্ধতি যেমন হাতজাল, পার্চিং ব্যবহার করে ব্রি ধান ৪৮ চাষ করে বিঘায় ১৮ মণ ধান পেয়েছি। তিনি আরও জানান, আশেপাশের কৃষক যেখানে ৪/৫ বার কীটনাশক ব্যবহার করছে সেখানে আমি মাত্র ১ বার মাজরা পোকার কীটনাশক ব্যবহার করে এই ফলন পেয়েছি। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএসও ড. মো. আলমগীর হোসেন বলেন, পরিশেবান্ধবভাবে কম কীটনাশক ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদনের সময় এসেছে।