ঝিকরগাছায় বিআরডিবির বৃক্ষরোপণ

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

এম আর মাসুদ
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বৃক্ষরোপণ অভিযানের কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেছে। উপজেলার ১১৪টি সমিতির ৫০০ সদস্যকে এক হাজার গাছের চারা প্রদান করা হয়। এ সব গাছের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছ রয়েছে। গত মঙ্গলবার উপজেলা পলস্নী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চত্বরে গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যশোরের ডিডি তপন কুমার মন্ডল ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাধন কুমার বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা আনারুল কবির, কৃষি কর্মকর্তা দীপঙ্কর দাস, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ বিআরডিবির কর্মকর্তারা।