কৃষি মন্ত্রণালয়ের মাসিক এডিপি সভা

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে। মাঠ পর্যায়ে কৃষদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য যোগাযোগ জরুরি। উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে কার্যকরী যোগাযোগ। গত বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের মাসিক এডিপি সভায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিদেশে প্রশিক্ষণ বা উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য কর্মকর্তা পাঠানোর আগে সেখানকার সিলেবাসে কি কি বিষয় আছে এবং দেশের জন্য কোনগুলো উপযোগী তা বিবেচনায় রাখতে হবে। শুধু পিএইচডি অর্জন করাই শেষ কথা নয়, অর্জনের পরে দেশের জন্য কিভাবে সেবা দেবেন, সেবার মান কিভাবে বৃদ্ধি করা যায় তা আপনাকেই বেড় করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের এডিপি সভায় জানানো হয় ২০১৯-২০ অর্থবছরে ৬৫টি প্রকল্পের অনকূলে ১ হাজার ৭ শত ৩৯ দশমিক ২৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব সংস্থার বৃহৎ বরাদ্দপ্রাপ্ত ২৬টি প্রকল্পের অনুকূলে ১ হাজার ৪৫১ দশমিক ৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে- যা মোট এডিপি রবাদ্দের ৮৩ শতাংশ। কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সঞ্চলনায় সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।