ভেটেরিনারিয়ানদের দক্ষ করবে ইন্টানির্শপ

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৮, ০০:০০

মো. আউয়াল মিয়া, বাকৃবি
ইন্টানির্শপের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষাথীর্রা আরও দক্ষ হবে বলে আশা করেছেন বাকৃবি উপাচাযর্ প্রফেসর ড. আলী আকবর। শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদের ১৬তম ইন্টানির্শপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. নাজিম আহমাদের সভাপতিত্বে সৈয়দ নজরুল সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আবদুল হালিম ও রেনেটা বাংলাদেশের মাকেির্টং বিভাগের প্রধান বিশ্বজিৎ রায় উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আবু হাদী নূর আলী খান। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. আনিসুজ্জামান। এ ছাড়া ভেটেরিনারি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোশের্দ বুরহান এবং এবং ইন্টানির্ রাজিয়া সুলতানা মোনালিসা বক্তব্য রাখেন।