ধানের বহুতল বীজতলা

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
আমনের চারা রোপণ ইতোমধ্যে শুরু হয়েছে। কোনো এলাকায় অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে আমন বীজতলার ক্ষতি হয়ে থাকলে ক্ষতি পোষাতে কৃষি বিজ্ঞানীরা বহুতল বীজতলা তৈরির পরামশর্ দিয়েছেন। অপেক্ষাকৃত নাবি জাতগুলো এখনই এ ধরনের বহুতল বীজতলায় চারা করে মূল জমিতে রোপণ করা যাবে। জমি বঁাচবে, বন্যায় ডুববে না, রোগ-বালাই কম হবে, বাড়ির উঠানেই করা যাবে। আমন মৌসুমে বন্যা এলাকার জন্য উপযোগী। প্লাস্টিক ট্রেতে সমপরিমাণ বালু এবং পচা গোবর পানিসহ মিশিয়ে তার ওপর বীজ ছিটিয়ে দিতে হবে। ২০-২৫ দিন বয়সের চারা মূল জমিতে রোপণ করা যাবে। ট্রেতে উৎপাদিত চারা রাইচ ট্রান্সপ্লান্টার যন্ত্র দিয়েও রোপণ করা যাবে। প্রয়োজনে স্থানীয় কৃষি কমর্কতাের্দর পরামশর্ নিতে হবে।