পরিবেশবান্ধব কৌশলে নিরাপদ ফসল উৎপাদন

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

এম. আব্দুল মোমিন
শুধু খাদ্য উৎপাদন নয়, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠা এবং তাদের সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন নিরাপদ খাদ্যের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প এমনই একটি প্রকল্প যেখানে কৃষকদের হাতে কলমে নিরাপদ ফসল উৎপাদন কৌশল সম্পর্কে অবহিত করে থাকে। এই প্রকল্পের আওতায় কৃষকদের সঠিক মাত্রায় সার এবং কীটনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন সম্পর্কে প্রশিক্ষণ দেয়া যাচ্ছে। কৃষকদের ধান, সবজি এবং ফলের স্কুল পরিচালনা করে তাদের প্রশিক্ষক হিসেবে তৈরি করে এলাকাভিত্তিক ক্লাব গঠনের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন এবং বিক্রি জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। বিভিন্ন প্রদর্শনীতে পস্নট স্থাপন, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকদের নিয়ে মাঠ দিবসের আয়োজন করে নিরাপদ খাদ্য উৎপাদন প্রক্রিয়াকে সবার মাঝে পৌঁছে দেয়ার জন্য প্রকল্প সংশ্লিষ্ট সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এ প্রকল্পের আওতায় গৃহীত পদক্ষেপের কারণে নিরাপদ উপায়ে ফসল উৎপাদন করে বাজারে অন্যান্য ফসলের তুলনায় একটু বেশি দামে বিক্র?য় করতে পারছেন কৃষকরা। গত বুধবার সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও মাঠ দিবসে অংশগ্রহণ করেন প্রকল্প পরিচালক আহসানুল হক চৌধুরী এবং আইপিএম স্পেশালিস্ট আরিফুর রহমান শাহিন।