বিনামূল্যে ধানের চারা বিতরণ

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

এ কিউ রাসেল
চলতি রোপা আমনে বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি পুনর্বাসন কর্মসূচি ২০১৯-২০ অর্থবছরের আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কমিউনিটিভিত্তিক আপদকালীন রোপা আমন ধানের চারা বিনামূল্যে বিতরণ কার্যক্রম গত ২ সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হয়েছে। কর্মসূচির আওতায় মোট ৩০০ জন কৃষককে উচ্চ ফলনশীল জাতের একবিঘা জমির চারা বিনামূল্যে প্রদান করা হবে। গত সোমবার দুপুরে উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এম শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহাসহ স্থানীয় কৃষক-কৃষানি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।