কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরণ কর্মশালা

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

খোন্দকার মো. মেসবাহুল ইসলাম
কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প ডিজিটাল কৃষি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী আশাবাদ ব্যক্ত করেছেন। খাদ্যে উদ্বৃত্ত রংপুর অঞ্চলের কৃষকগণের মাঝে এ প্রকল্পের মাধ্যমে সঠিক সময়ে সঠিক তথ্য বা পরামর্শ পৌঁছে দেয়ার ফলে অনাকাঙ্ক্ষিত অনেক দুর্যোগে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। গত বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই প্রকল্পের আওতায় বাংলাদেশের ৪৮৭টি উপজেলার ৪০৫১টি ইউনিয়ন পরিষদে অটোমেটিক রেইন-গজ এবং প্রতিটি উপজেলায় একটি করে কিয়স্ক মেশিন বসানো হবে, যার মাধ্যমে যে কেউ বাংলা ও ইংরেজিতে ৮৪টি ফসলের ওয়েদার ক্যালেন্ডারে বিভিন্ন তথ্য দেখতে পারবেন। এ ছাড়া ৩০ হাজার অগ্রসর কৃষক প্রতিনিধির কাছে নিয়মিতভাবে কৃষি বিষয়ক বিভিন্ন বার্তাসহ বিশেষ বা জরুরি বার্তাও পাঠানো শুরু হয়েছে। কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, বিএমডিএ ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের ওয়েব সাইটের সঙ্গে বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য পোর্টাল নামে একটি ওয়েব পোর্টাল (নধসরং.মড়া.নফ) যুক্ত করা হয়েছে। এ পোর্টালে জাতীয় ও জেলাভিত্তিক কৃষি আবহাওয়া পরামর্শ সেবা বুলেটিনের মাধ্যমে চলমান ও বিশেষ বার্তা প্রদান করা হচ্ছে বলে প্রকল্পের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ হাসান ইমাম জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাইবান্ধার উপ-পরিচালক কৃষিবিদ এস এম ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে মাঠ পর্যায়ে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন।