বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

এ কিউ রাসেল
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি পুনর্বাসন কর্মসূচি ২০১৯-২০ অর্থবছরের আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গত রোববার বিনামূল্যে মাস কলাই ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় উপজেলার মোট ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এম শহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু কায়সার রাসেল, মো. নুরুল ইসলাম, আব্দুলস্নাহ আল হাদি ও সোলায়মান মিয়া, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য কল্পনা রাণী ও স্থানীয় কৃষক-কৃষানি, গণ্যমান্য ব্যক্তিবর্গরা। কর্মসূচির আওতায় মির্জাপুর ইউনিয়নের ০৪ জন, ঝাওয়াইল ইউনিয়নের ১৬ জন, হেমনগর ইউনিয়নের ০৮ জন, ধোপাকান্দি ইউনিয়নের ১৪ জন, হাদিরা ইউনিয়নের ০৮ জনসহ মোট ৫০ জনের মাঝে প্রতি ১ বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল জাতের ৫ কেজি পরিমাণ মাষকলাইয়ের বীজ ও ডিএপি এবং এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।