নবীন কর্মকর্তাদের মাঠ পরিদর্শনের তাগিদ

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
প্রকল্পের অগ্রগতি, মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পর্কে তদারকির জন্য মন্ত্রণালয়সহ সব সংস্থা থেকে নবীন কর্মকর্তাদের বেশি বেশি মাঠ পরিদর্শনে পাঠাতে হবে। কৃষি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো আধুনিকায়ন উদ্যোগ গ্রহণ ও প্রশিক্ষণের মান বৃদ্ধির নির্দেশ দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। গত বুধবার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক এডিপি সভায় তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, তৈল বীজ আবাদ বৃদ্ধির জন্য চরাঞ্চলে বাদাম ও সয়াবিনের আবাদ বৃদ্ধি করতে হবে। বাদাম থেকে ৪০ থেকে ৪৫ শতাংশ তেল পাওয়া যায়। সয়াবিন আমাদের দেশে পেস্নাট্রি শিল্পে ব্যাপক চাহিদা রয়েছে এর উৎপাদন বৃদ্ধি করলে আমদানি হ্রাস পাবে। গবেষণা প্রতিষ্ঠানের ল্যাবগুলো অ্যাক্রিডিটেড করার উদ্যোগ গ্রহণ করে তা দ্রম্নত বাস্তবায়ন করতে হবে। কার্যক্রম গতিশীল করতে মন্ত্রণালয়ের সহযোগিতা সবসময় থাকবে বলে জানান তিনি। উলেস্নখ্য, কৃষি মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থবছরে ৬৫টি প্রকল্পের অনকুলে ১ হাজার ৭ শত ৩৯ দশমিক ২৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সকল সংস্থার বৃহৎ বরাদ্দ প্রাপ্ত ২৬টি প্রকল্পের অনুকুলে ১ হাজার ৪৫১ দশমিক ৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে- যা মোট এডিপি রবাদ্দের ৮৩ শতাংশ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অপপৎবফরঃবফ খধন স্থাপনের কাজ চলমান রয়েছে। ডিসেম্বরের মধ্যে এই ল্যাব থেকে সেবাপ্রদান সম্ভব হবে বলে জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। এ ছাড়া গোপালগঞ্জ জেলায় কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়ের সহায়তার প্রয়োজনের কথা উলেস্নখ করা হয়।