এক বছরে রংপুরে ১০ লাখ ইঁদুর নিধন

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

খোন্দকার মো. মেসবাহুল ইসলাম
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুর জেলা, মেট্রো তাজহাট ও রংপুর সদর উপজেলার যৌথ আয়োজনে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান-২০১৯ গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে স্টলে ইঁদুরের দ্বারা বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতির নমুনা ও ইঁদুর নিধনের বিভিন্ন ফাঁদ প্রদর্শন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম। কৃষি ক্ষেত্রে ইঁদুর নিধন অভিযান সফল করার জন্য মাঠপর্যায়ে এর ব্যাপক প্রচারণা ও কৃষকদের সম্পৃক্ত করার কথা তিনি উলেস্নখ করেন। তিনি বলেন, সারা বছর জাতীয় স্বার্থে ইঁদুর নিধন কার্যক্রম চলমান রাখা উচিত। সভাপতির বক্তব্যে কৃষিবিদ মোহাম্মদ আলী বলেন, মাঠের ফসলের ক্ষতিকে সহনশীল পর্যায়ে রাখার জন্য ইঁদুর নিধন খুবই জরুরি। রংপুর জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মো. মাহবুবুর রহমান বিভিন্ন তথ্য পাওয়ার পয়েন্টে উপস্থাপন করা হয়। বাংলাদেশে ইঁদুরের দ্বারা বছরে উৎপাদিত আমন ধানের ৫-৭%, গমের ৪-১২%, গোল আলু ৫-৭%, আনারস ৬-৯% এবং গুদামজাত শস্য ৩-৫%, সেচ নালা ৭-১০ % নষ্ট করে বলে জানানো হয়। এরপর সহজে ইঁদুর নিধনের কৌশল সম্পর্কিত একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। ২০১৮ সালে রংপুর অঞ্চলের পাঁচ জেলায় ৯,৮২,৮২৮টি ইঁদুর নিধন করে ৭,৩৭১ মে.টন ফসল ইঁদুরের হাত থেকে রক্ষা করা হয়েছে। অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে পুরস্কার পান মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন।