ড. আনোয়ারুল হক বিজেআরআইয়ের নতুন মহাপরিচালক

প্রকাশ | ২৭ অক্টোবর ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
ড. আ শ ম আনোয়ারুল হক সম্প্রতি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) নতুন মহাপরিচালক নিযুক্ত হয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে এই নিয়োগ প্রদান করা হয়। বিজেআরআইয়ের মহাপরিচালক পদে যোগদানের আগে ড. আনোয়ারুল হক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে সদস্য-পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৬২ সালে ময়মনসিংহ শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম প্রফেসর মো. আব্দুল আজিজ, আনন্দমোহন সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন এবং মা মরহুমা হালিমা আক্তার ছিলেন একজন গৃহিণী। ড. হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি অর্থনীতি, সম্মান), এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।