আগাম আমন ধানে কৃষকের মুখে হাসি

প্রকাশ | ২৭ অক্টোবর ২০১৯, ০০:০০

মো. রজব আলী, ফুলবাড়ী
দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে আগাম জাতের ধান কাটা-মাড়াই উৎসব। এতে ব্যস্ত সময় পার করছে কৃষক। এই আগাম জাতের ধান হাসি ফুটিয়েছে কৃষকের মুখে। কৃষকরা বলছেন, এই ধান কেটে একই জমিতে তারা আলু ও ভুট্টা চাষ করবে। এতে করে একই জমিতে বছরে নির্বিঘ্নে তিনটি করে ফসল উৎপাদন করতে পারে। এ জন্য তারা আগাম জাতের ধান চাষ করে, এ ছাড়া এই আগাম জাতের ধান বাজারে বিক্রি করে নতুন ফসল চাষের টাকার জোগান হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ বলেন, এই বছর এই উপজেলায় ১৭ হাজার ৩২০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্য মাত্রা ছিল, সেখানে ধান চাষ হয়েছে ১৭ হাজার ৩৩০ হেক্টর জমিতে, এর মধ্যে ৮ হাজার ১১০ হেক্টর জমিতে আগাম জাতের ধান চাষ হয়েছে। এই অঞ্চলের অধিকাংশ মাটি দোআঁশ-বেলে দোআঁশ বিধায় এই উপজেলায় ধান, পাট, আলু, ভুট্টা ও শাকসবজির চাষ বেশি হয়। একই জমিতে বছরে ৩টি করে ফসল উৎপাদন করে কৃষকরা। তিনি বলেন, উপজেলা কৃষি অফিস থেকে একই জমিতে ৪টি করে ফসল উৎপাদনের পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। ধান চাষি আজাহার আলী বলেন, আগাম জাতের ধান কেটে একই জমিতে তিনি আলু চাষ করবেন। ধান কাটার পাশাপাশি আলু ও ভুট্টা চাষের জন্য জমিতে চাষ দেয়া শুরু করেছে রাজারামপুরের চাষি আবু বক্কর।