সোলার পাম্প চালনা বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৯, ০০:০০

নাহিদ বিন রফিক
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আয়োজিত সোলার পাম্পভিত্তিক হোম সিস্টেম স্থাপন, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ গত ৬ নভেম্বর বরগুনার আমতলীস্থ উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক (প্রাণিসম্পদ বিভাগ) ড. নাজমুন্নাহার। প্রশিক্ষণ উদ্বোধন শেষে তিনি বলেন, ফসল আবাদে সেচের প্রয়োজনীয়তা অপরিসীম। সেচের পাম্প চালাতে আমরা সূর্যের আলো ব্যবহার করতে পারি। আর সোলার পাম্প এ কাজের মাধ্যম হিসেবে কাজ করবে। এতে সেচের পাশাপাশি ঘরের বাতি এবং ফ্যান চালানোর ক্ষেত্রে হবে বাড়তি সুযোগ। শস্যের উৎপাদন খরচ কমবে। কৃষক লাভবান হবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারি'র মেশিনারি ও পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সোলার পাম্প প্রকল্পের কনসালটেন্ট ড. মো. সিরাজুল ইসলাম।