বারির ডাল গবেষণা কেন্দ্রের বার্ষিক পর্যালোচনা কর্মশালা

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ডাল গবেষণা উপ-কেন্দ্র, গাজীপুরের উদ্যোগে 'খেসারি, মাষকলাই ও ফেলনের জাত উন্নয়ন, বীজ উৎপাদন এবং সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন ও বিস্তার কর্মসূচির' বাৎসরিক গবেষণা পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কর্মশালা-২০১৯ গত ৬ নভেম্বর বুধবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বারি'র বিভিন্ন কেন্দ্র, উপ- কেন্দ্র ও বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বারি'র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। বারি'র পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. রইছ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি'র সাবেক পরিচালক ড. মুহাম্মদ হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক এবং ডাল গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ওমর আলী। কর্মশালার উদ্বোধনকালে মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ বলেন, দেশের মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের ডাল ফসলের উৎপাদন বাড়াতে হবে। আর এ উৎপাদন বাড়ানোর জন্য আমাদের দেশে যেসব ডাল ফসল অধিক উৎপাদন হয় তার পাশাপাশি যেসব ডাল ফসলের চাষাবাদ কম সেগুলোর উৎপাদন বাড়াতে হবে।