ত্রিশালে ফলদ বৃক্ষমেলা

প্রকাশ | ১২ আগস্ট ২০১৮, ০০:০০

নিতাই চন্দ্র রায়
অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা এ ¯েøাগানকে সামনে রেখে ৬ আগস্ট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশাল স্মৃতিসৌধ চত্বরে ফলদ বৃক্ষ মেলা-২০১৮ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চারদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দ্বীপক কুমার পাল। বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা সিআইজিএর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কমর্কতার্ মো. এনামুল হক প্রমুখ। ত্রিশালের ওই ফলদ বৃক্ষমেলায় বাহার নাসাির্র, বাপের দোয়া নাসাির্র, প্রগতি হটির্কালচার নাসাির্র, ইব্রাহিম খলিল নাসাির্র, ভাইভাই নাসাির্র, মিলন নাসাির্র ও মাতৃনাসাির্রসহ প্রায় ১০টি গাছের চারা বিক্রয়কারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।