ডা. হীরেশ রঞ্জন প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক

প্রকাশ | ১২ আগস্ট ২০১৮, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
ডা. হীরেশ রঞ্জন ভৌমিক প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। মহাপরিচালক হিসেবে যোগদানের আগে তিনি একই অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ও ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে গুরুত্বপূণর্ দায়িত্ব পালন করেন। তিনি ডা. মো. আইনুল হকের স্থলাভিষিক্ত হলেন। ডা. হীরেশ রঞ্জন ভৌমিক ১৯৬০ সালের ২৫ নভেম্বর নরসিংদী জেলার রায়পুরা উপজেলাধীন আনরাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিভিএম ১৯৭৭ ব্যাচ (১৯৮২-তে উত্তীণর্) ছাত্র ডা. ভৌমিক জামাির্নর ঋৎবব টহরাবৎংরঃু ড়ভ ইবৎষরহ থেকে পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন করেন। তিনি ১৯৮৪ সালে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাইভস্টক অফিসার হিসেবে কমর্জীবন শুরু করেন। ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তিনি কমর্ উপলক্ষে জামাির্ন, অস্ট্রেলিয়া, ভারত, নেপাল, থাইল্যান্ডে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ ও কমর্শালায় অংশগ্রহণ করেন।