'বিনা ধান১১'-এর মাঠ দিবস

প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৯, ০০:০০

আবুল বাশার মিরাজ
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত 'বিনা ধান১১' জলমগ্ন সহিষ্ণু ধানের জাত। আকস্মিক ২০-২৫ দিন জলাবদ্ধতায় থাকার পরও ধান উৎপাদনে সক্ষম এই জাতটি। গত বৃহস্পতিবার ময়মনসিংহের চর গোবদিয়া গ্রামে প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের চরগোবাদিয়া গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা বিভাগের পরিচালক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গ্বোসামী, বিশেষ অতিথি হিসেবে বিনার সিএসও ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ড. মির্জা মোফাজ্জল ইসলাম, ময়মসসিংহের কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সাহা, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিনার বৈজ্ঞানিক কর্মকতা ইমদাদুল হক। এ সময় বক্তারা বলেন, বিনা-১১ একটি আগাম জলমগ্ন সহিষ্ণু ধানের জাত। দীর্ঘ পাঁচ বছর গবেষণার পর এটা মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে। ১১০-১২০ দিনে ফসল ঘরে তোলা সম্ভব। এই জাতটিতে রোগবালাইয়ের আক্রমণের হার অনেক কম। বিঘা প্রতি ধানটির উৎপাদন ২৫-২৬ মণ। কৃষকদের এ ধানটি চাষের জন্য আহ্বানও জানান তারা। এ ক্ষেত্রে বিনা থেকে ধানটির বীজ সরবরাহ করা হবে বলেও জানান তারা।