খাদ্য নিরাপত্তায় বাকৃবি'র ভূমিকা শীর্ষক সেমিনার

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
জাতীয় খাদ্য নিরাপত্তা অর্জনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী মি. ফরহাদ হোসাইন এমপি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে মঙ্গানামক শব্দটির অব্যাহতি পেয়ে আজকে বাংলাদেশ অভ্যন্তরীণ খাদ্য চাহিদা মিটিয়ে বিদেশেও খাদ্য রপ্তানিতে সক্ষমতা অর্জন করেছে- যা সম্ভব হয়েছে বাকৃবির গ্র্যাজুয়েটদের গবেষণা এবং উন্নতমানের ফসলের জাত উৎপাদনের মাধ্যমে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে দেশে ৭ কোটি মানুষ অনাহারে থাকত সেই দেশেই এখন ১৭ কোটি মানুষের মুখে সরকার তিন বেলা আহার তুলে দিতে পারছে কৃষি গ্র্যাজুয়েটদের অবদানের কারণে। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসাইন এমপি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান।