ফল আর্মিওয়ার্মের আক্রমণ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ | ২২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

বশিরুল ইসলাম
ভুট্টা ক্ষেতে ফল আর্মিওয়ার্ম নামে ফসল বিধ্বংসী নতুন এক পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক দিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কৃৃষকরা। দ্রম্নত প্রতিরোধ করা না গেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কৃৃষকরা এমনটিই ধারণা করছেন সংশ্লিষ্টরা। ফল আর্মিওয়ার্মের আক্রমণ প্রতিরোধে শেরেবাংলা কৃৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দিনব্যাপী প্রশিক্ষণ কৃর্মশালায় এসব তথ্য চানানো হয়। গত মঙ্গলবার জাতিসংঘের খাদ্য ও কৃৃষি সংস্থার (এফএও) সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, এফএও প্রতিনিধি ড. নুর মোহাম্মদ খন্দকার, প্রজেক্ট পরিচালক এনায়েত হোসেন। অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঞ্চালনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তারা জানান, দেশে বিভিন্ন এলাকার ভুট্টা ক্ষেতে ফল আর্মিওয়ার্মের আক্রমণ দেখা দিয়েছে। গাছের পাতা থেকে শুরু করে কান্ড পর্যন্ত খেয়ে ফেলছে এই পোকা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ক্ষেতের পরিমাণ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, 'এই পোকা আমাদের দেশে এই প্রথম দেখা দিয়েছে। ভুট্টার কচি চারার পাতা ও কান্ড খেয়ে শিশু অবস্থায়ই গাছের দফা-রফা করে দিচ্ছে এই পোকা। তিনি আরও বলেন, 'পোকাটি দিনে ১০০ কিলোমিটার পাড়ি দিতে পারে, যা খুবই ভয়ঙ্কর।' এ জন্য প্রতিরোধে এফএও এগিয়ে আসায় তিনি ধন্যবাদ জানান।