বিনামূল্যে চারাগাছ বিতরণ করেন রফিকুল

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২০, ০০:০০

আবুল বাশার মিরাজ
বিনামূল্যে ৮ হাজারের বেশি চারাগাছ বিতরণ করেছেন টাংগাইল জেলার নাগরপুর বেকরা গ্রামের রফিকুল ইসলাম। বর্তমানে যার মূল্য দাঁড়িয়েছে প্রায় দেড় কোটি টাকা। স্বল্প বেতনে চাকরি করা এই ব্যক্তি ২০০৫ সাল থেকে মাসে ২০০ টাকা করে জমিয়ে এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান ও মসজিদের মাঠে ফল ও কাষ্ঠল গাছ বিতরণ করেছেন। আবার গাছগুলোর নিয়মিত পরিচর্যাও করে থাকেন তিনি। তার বিতরণকৃত গাছগুলোতে নিয়মিতই ধরছে ফল, আর কাষ্ঠল গাছগুলো দিচ্ছে পথিকের জন্য দিচ্ছে শীতল ছায়া। আর এসব কারণে এলাকার মানুষের কাছে তিনি পেয়েছেন বৃক্ষপ্রেমীর পরিচিতি। এ বিষয়ে জানতে চাইলে রফিফুল ইসলাম বলেন, 'গাছ লাগাতে সবাইকে আরো বেশি উৎসাহী হতে হবে। বাংলাদেশের পরিবেশ রক্ষায় সবারই গাছ লাগানো উচিত। আমি শখের বসে গাছ বিতরণ করেছি এবং আমৃতু্য পর্যন্ত কাজটি করে যেতে চাই। সরকারের পক্ষ থেকে যদি একটু সহযোগিতা পেতাম, তাহলে আরো বেশি পরিমাণ গাছ বিতরণ করতে পারতাম।'