বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পাবেন ৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২০, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
কৃষি ক্ষেত্রে উলেস্নখযোগ্য ও অনুকরণীয় অবদানের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪ বঙ্গাব্দ প্রদানের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রাপ্ত মোট ২৮৫টি আবেদনের মধ্য থেকে ৪০টি আবেদনের সংক্ষিপ্ত তালিকা করা হয়। এর মধ্য থেকে ৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। পুরস্কাগুলোর মধ্যে প্রথম পুরস্কার ৫টি স্বর্ণ, দ্বিতীয় পুরস্কার ১৯টি ব্রোঞ্জ ও ৩য় পুরস্কার ৯টি রৌপ্যপদক প্রদান করা হবে। কৃষিমন্ত্রী ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার টাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ড. মো. আব্দুর রাজ্জাক এমপির সভাপতিত্বে গত মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বোর্ডের ৫ম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরপরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে কৃষি উন্নয়নে অনুপ্রেরণা জোগাতে এই পুরস্কার প্রবর্তন করেন। বঙ্গবন্ধু কৃষি উন্নয়নের যে জয়যাত্রা শুরু করেছিলেন বর্তমান সরকার তা অনুসরণ করে সে অগ্রযাত্রাকে অব্যাহত রেখে আরও বেগবান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বঙ্গাব্দ ১৪২৪-এর পুরস্কার দেয়া হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বছরে ১৪২৫ ও ১৪২৬ বঙ্গাব্দের পুরস্কার প্রদান করা হবে। এ ব্যাপারে আগামী ২০ জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করা হবে।