হাবিপ্রবিতে গবেষণা কমপেস্নক্স স্থাপন

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

কৃষিবিদ মো. আবু সায়েম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই আমার একটাই চাওয়া ছিল বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। এ ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। সে লক্ষ্যে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি, আগামীতেও কাজ করে যাব। গত বৃহস্পতিবার মুজিব বর্ষপূর্তি উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে কৃষি, প্রাণিসম্পদ ও মাৎস্য গবেষণা কমপেস্নক্স উদ্বোধন প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, মুজিববর্ষ পূর্তি উদযাপনের কর্মসূচি অংশ হিসেবে কয়েকদিন আগে কৃষকসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ কৃষি, প্রাণিসম্পদ ও মাৎস্য গবেষণা কমপেস্নক্সের শুভ উদ্বোধন করা হলো। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন প্রায়োগিক জ্ঞান লাভ করতে পারবে তেমনি স্থানীয়রাও উপকৃত হবে। তিনি আরও জানান, তার মেয়াদে বিশ্ববিদ্যালয়ে একাডেমি, অবকাঠামো, গবেষণায় প্রতিটি ক্ষেত্রে সমভাবে উন্নয়ন হয়েছে। এ ছাড়া তিনি ক্যাম্পাসের প্রতিটি জায়গাই আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করার উদ্যোগ গ্রহণ করেছেন। উদ্বোধন অনুষ্ঠানে ছাত্র, পরামর্শক ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক, পরিকল্পনা ও কাজ উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজার রহমান, হিসাব শাখার পরিচালক শাহাদৎ হোসেন খান লিখন, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোসা. নাহিদ আকতার, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন প্রমুখ।