মানসম্পন্ন বীজ উৎপাদন প্রশিক্ষণ

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

খন্দকার মো. মেসবাহুল ইসলাম
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলে মানসম্পন্ন্ন্ন বীজ উৎপাদনে কৃষকদের কারিগরি সহায়তা প্রদানের উদ্দেশ্যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণের প্রশিক্ষণ গত ১৩-১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। 'আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় দুদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী। রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এবং রংপুর জেলার উপ-পরিচালকের সম্মেলন কক্ষে দুই ব্যাচে পাঁচ জেলার ৬০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ধান, গম ও পাট বীজের সম্প্রতি উদ্ভাবিত বিভিন্ন জাতের বৈশিষ্ঠ্য, বীজ উৎপাদন ও বীজ সংরক্ষণের আধুনিক কলাকৌশল, সমন্বিত রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বিষয়ে রংপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আদিল বাদশাহ, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আবুল ফজল মোলস্না, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. বদরুজ্জামান এবং রংপুর জেলার উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. সরওয়ারুল হক, রংপুর অঞ্চল অফিসের উপ-পরিচালক কৃষিবিদ মো. মনিরুজ্জামান ও উদ্যান বিশেষজ্ঞ কৃষিবিদ খোন্দকার মো. মেসবাহুল ইসলাম প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন।